আগামী ২ ফেব্রুয়ারী, ২০১৯খ্রি থেকে ১৪৭তম বিষয়ভিত্তিক (আরবি, ইংরেজি, গণিত ও বাংলা) প্রশিক্ষণ কোর্স ২ ফেব্রুয়ারী এবং সুপারদের শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স ৮৩ তম ব্যাচ ৯ ফেবরুয়ারী -২০১৯ থেকে শুরু হবে। মাদরাসা শিক্ষা অধিদপ্তর কতৃক নির্বাচিত শিক্ষকদের বিষয়ভিত্তিক ২/২/২০১৯ খ্রি তারিখ সকাল ৯ঃ০০টার মধ্যে এবং সুপারদের ৯/২/১৯ তারিখ সকাল ৯;০০ টায় বিএমটিটি আই-এ রিপোর্ট করার জন্য অনুরোধ করা হলো।